হোম এ যান


বাংলাদেশ স্পিক্স তিন স্তরে তথ্য সংগ্রহ করে।

প্রথমত, আমরা অনলাইনে বাংলাদেশ স্পিক্স ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ করি। আমাদের সাইটে কোনো তথ্য প্রদানকারী একটি পোলে একবারের বেশি তথ্য প্রদান করতে পারে না। সংগৃহীত প্রতিটি তথ্য যে কোনো সময় তদারকির জন্য ডিজিটালি সংরক্ষিত থাকে।

দ্বিতীয়ত, কল সেন্টারের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ডেটাবেজ এ সংরক্ষিত ন্যূনতম আয়ের দুই লক্ষাধিক পরিবার থেকে র‍্যানডম স্যাম্পলিং এর মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ করছি। এর মাধ্যমে সারাদেশে প্রতিটি বিভাগের মানুষের তথ্য সংগ্রহ নিশ্চিত করা হচ্ছে।

তৃতীয়ত, বাংলাদেশ স্পিক্স ফেইসবুক পেইজের কমেন্ট আকারে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে।সেখান থেকে প্রাপ্ত তথ্যসমূহ মান নিশ্চিতকরণের পরে আমাদের ডিজিটাল সিস্টেমে আপলোড করা হচ্ছে।

তিনটি মাধ্যমে প্রাপ্ত তথ্য আলাদাভাবে পর্যালোচনা করা হচ্ছে ও প্রকাশ করা হচ্ছে।

আমরা শুধু ক্যাটাগরি/Strata ভিত্তিক তথ্য প্রকাশ করছি। আমাদের তথ্য বয়স গ্রুপ ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক, এলাকা ভিত্তিক ও পেশা ভিত্তিক পর্যালোচনা করা হয়। কোন একটা ক্যাটাগরিতে পঞ্চাশের এর অধিক ফলাফল থাকলে সেটি প্রকাশযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ স্পিক্স এর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করছে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে অবস্থানরত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ, সামাজিক ও বাজার গবেষক ও একাডেমিসিয়ানদের মাধ্যমে সংগঠিত একটি টিম।
বাংলাদেশ স্পিক্সের জনমত জরিপ গুলো তিন থেকে পাঁচ দিন পর্যন্ত মতামতের জন্য খোলা থাকে। ক্ষেত্রভেদে কিছু কিছু জরিপের তথ্য একাধিকবার নেয়া হয়। প্রতিটি জরিপের ফলাফল আলাদাভাবে প্রকাশিত থাকে। বাংলাদেশ স্পিক্সের Raw data পর্যালোচনা করতে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমরা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ। আমাদের সিস্টেমটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সিস্টেম আপগ্রেডেশনের ব্যাপারে আপনার অভিমত ও পরামর্শ আমাদের অনুপ্রাণিত করবে। যোগাযোগের জন্য মেইল করুন info@innovision-bd.com

হোম এ যান